CUET Admission 2025–26 |
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি
২০২৫ – ২০২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ বি.এসসি. ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বি.আর্ক কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
১৫ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত আবেদন করা যাবে।
ভর্তি টাইমলাইন
আবেদন শুরু
১৫ ডিসেম্বর ২০২৫
আবেদন শেষ
৩১ ডিসেম্বর ২০২৫
আবেদন ফি জমা দেয়ার শেষ সময়
১ জানুয়ারি ২০২৬
যোগ্য আবেদনকারীর তালিকা প্রকাশ
৬ জানুয়ারি ২০২৬
প্রবেশপত্র ডাউনলোড
১২ জানুয়ারি ২০২৬
ভর্তি পরীক্ষা
১৭ জানুয়ারি ২০২৬
ফলাফল প্রকাশ
৩১ জানুয়ারি ২০২৬
ভর্তি পরীক্ষার সংক্ষেপ
- কোর্স: বি.এসসি. ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি, বি.আর্ক
- পরীক্ষা পদ্ধতি: MCQ
- পরীক্ষার সময়: ২ ঘন্টা ৩০ মিনিট (আর্কিটেকচারে অতিরিক্ত ১ ঘন্টা)
- ভুল উত্তরের জন্য: প্রাপ্ত নম্বরের ২৫% কাটা যাবে (Negative Marking)
- আবেদন ফি: ইঞ্জিনিয়ারিং ও ইউআরপি – ১২০০ টাকা; ইঞ্জিনিয়ারিং, ইউআরপি ও আর্কিটেকচার – ১৪০০ টাকা
- মোট পরীক্ষার্থী : ১৬,০০০ জন
আবেদনের যোগ্যতা
SSC/সমমান: ২০২২ / ২০২৩
HSC/সমমান: ২০২৫
সাধারণ যোগ্যতা
- SSC/সমমান GPA : ৪.০০
- HSC/সমমান পরীক্ষায় গণিত, পদার্থবিদ্যা ও রসায়ন – তিন বিষয়ে মোট ন্যূনতম GP ১৪.০০
বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগ
- বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তির জন্য জীববিজ্ঞানে ন্যূনতম GP ৪.০০ থাকতে হবে।
আবেদনকারী সংখ্যা ও পরীক্ষা অনুমতি
আবেদনকারী শিক্ষার্থীদের মধ্যে সর্বোচ্চ ১৬,০০০ জন প্রার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে
(যোগ্যতার মানদণ্ড অনুযায়ী কর্তৃপক্ষ নির্বাচন করবে)।
পরীক্ষার নম্বর বণ্টন
- ইঞ্জিনিয়ারিং ও ইউআরপি: মোট ৫০০ নম্বর
- ইঞ্জিনিয়ারিং, ইউআরপি ও আর্কিটেকচার: ৫০০ + ২০০ নম্বর
MCQ (সকলের জন্য)
- উচ্চতর গণিত – ১৫০ নম্বর
- পদার্থবিদ্যা – ১৫০ নম্বর
- রসায়ন – ১৫০ নম্বর
- ইংরেজি – ৫০ নম্বর
- প্রতি বিষয়ে ২৫ টি প্রশ্ন (MCQ)
আর্কিটেকচার (অতিরিক্ত)
- Freehand Drawing – ২০০ নম্বর
ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বরের ২৫% মার্ক কাটা যাবে
ভর্তি পরীক্ষার কেন্দ্র
প্রধান কেন্দ্র:
চুয়েট ক্যাম্পাস
অন্য কেন্দ্র:
চট্টগ্রাম শহরের নির্ধারিত পরীক্ষা কেন্দ্রসমূহ
CUET ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুত?
চুয়েট ভর্তি ঢাকা জেলায় হবে না? ঢাকা জেলার কোথাও নেওয়া ছিল। বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় এর ভর্তি পরীক্ষা সংশ্লিষ্ট জেলা/ক্যাম্পাস সহ ঢাকা জেলায় নেওয়া হচ্ছে। কিন্তু চুয়েট এক্ষেত্রে আলাদা। আমাদের জন্য যা অত্যন্ত কষ্টকর।
দয়া করে ঢাকা জেলায় পরীক্ষা নেওয়ার জন্য বিনীত অনুরোধ রাখছি।